News71.com
 Sports
 21 Jul 17, 07:33 AM
 683           
 0
 21 Jul 17, 07:33 AM

অসুস্থতার কারণে ছিটকে গেলেন শ্রীলঙ্কার নতুন অধিনায়ক চান্ডিমাল

অসুস্থতার কারণে ছিটকে গেলেন শ্রীলঙ্কার নতুন অধিনায়ক চান্ডিমাল

স্পোর্টস ডেস্ক: অসুস্থতার কারণে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে পারছেন না দিনেশ চান্ডিমাল। নিউমোনিয়ায় ভুগছেন শ্রীলঙ্কার এই নতুন অধিনায়ক । গল টেস্টে শ্রীলঙ্কা দলকে নেতৃত্ব দিতে পারেন অভিজ্ঞ ক্রিকেটার রঙ্গনা হেরাথ। গত মৌসুম শ্রীলঙ্কা দলকে চারটি টেস্টে নেতৃত্ব দেন ৩৯ বছর বয়সী এ বাঁ-হাতি স্পিনার। গত মার্চে বাংলাদেশের বিপক্ষে ১-১ সমতায় শেষ করা সিরিজে শ্রীলঙ্কা দলকে নেতৃতত্ব দেন হেরাথই। শুক্রবার শ্রীলঙ্কা দলের ম্যানেজার অসাঙ্কা গুরুসিনহা বলেন, তার (চান্ডিমাল) রক্ত পরীক্ষার ফল হাতে পেয়েছি দেরিতে। নিউমোনিয়ায় ভুগছে সে। সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হেয়েছে। সিরিজের প্রথম টেস্টে সে খেলতে পারছে না নিশ্চিত। ডাক্তাররা জানিয়েছেন তাকে দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শেষে গত মঙ্গলবার অসুস্থ বোধ করছিল সে। তবে এটা নিউমোনিয়ার কারণে, তা বুঝতে পারিনি আমরা। আগামী ২৬ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে শ্রীলঙ্কা-ভারতের গল টেস্ট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন