
স্পোর্টস ডেস্ক: জট খোলেনি অস্ট্রেলিয়ার ক্রিকেটে। বেতন-ভাতা নিয়ে বোর্ড-খেলোয়াড়ের দ্বন্দ্ব প্রলম্বিত হলো আরো। এতে উদ্বিগন্নতা বাড়ছে অস্ট্রেলিয়ার ক্রিকেটের স্পনসর ও সম্প্রচার প্রতিষ্ঠানগুলোরও। শুক্রবার অজি মিডিয়া জানায়, সর্বশেষ বৈঠকে সমস্যার সমাধান বের করতে পারেননি অজি বোর্ড ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড ও খেলোয়াড়দের সংগঠনের (এসিএ) প্রধান নির্বাহী অ্যালিস্টার নিকলসন। এর আগে অজি মিডিয়া জানায়, চলতি সপ্তাহেই সমাধান হবে বোর্ড-খেলোয়াড় দ্বন্দ্বের । গতকাল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানান, সাদারল্যান্ড-নিকলসনের বৈঠকে খেলোয়াড়দের সংগঠনের তরফ থেকে দেয়া প্রস্তাব প্রত্যাখান করেন বোর্ডের ৯ পরিচালক। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ব্যস্ত সূচি সামনে রেখে উদ্বিগ্নতা বাড়ছে ম্যাগেলানা, চ্যানেল নাইন, টেন নেটওয়ার্কের মতো প্রতিষ্ঠানগুলোরও। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন অ্যাশেজ সিরিজের স্পনসর হতে চাইছে অস্ট্রেলিয়ার অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান ম্যাগেলানা। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ও ঘরোয়া টি-টোয়েন্টি আসর বিগ ব্যাশ লীগের সম্প্রচার স্বত্ত্ব রয়েছে চ্যানেল নাইন ও টেন নেটওয়ার্কের হাতে। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৮ই আগস্ট বাংলাদেশে পৌঁছার কথা অস্ট্রেলিয়া ক্রিকেট দলের।