News71.com
 Sports
 21 Jul 17, 07:27 AM
 701           
 0
 21 Jul 17, 07:27 AM

লা লিগা শুরু ১৯শে আগস্ট

লা লিগা শুরু ১৯শে আগস্ট

স্পোর্টস ডেস্ক: ইউয়েফার বিচারে এক নম্বর ফুটবল লীগ লা লিগা শুরু হচ্ছে ১৯শে আগস্ট। প্রথম খেলাতেই চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে খেলতে হবে প্রতিপক্ষ দেপোর্তিভো লা করুনার মাঠে। আর রানার্স আপ বার্সেলোনা প্রথম দিন নিজেদের মাঠে স্বাগত জানাবে রিয়াল বেতিসকে। শুক্রবার বিকালে ২০১৭-১৮ মৌসুমের লা লিগার ড্র অনুষ্ঠিত হয়। এতে মৌসুমের প্রথম এল ক্লাসিকো অনুষ্ঠিত হওয়ার কথা ২০শে ডিসেম্বর। আর ফিরতি এল ক্লাসিকো হবে ৬ই মে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন