News71.com
 Sports
 20 Jul 17, 02:12 AM
 694           
 0
 20 Jul 17, 02:12 AM

ইউএস ওপেনে ৫০ মিলিয়ন ডলারের রেকর্ড প্রাইজমানি।।  

ইউএস ওপেনে ৫০ মিলিয়ন ডলারের রেকর্ড প্রাইজমানি।।   

স্পোটস ডেস্কঃ রেকর্ড সর্বোচ্চ প্রাইজমানির ঘোষণা দিয়ে শুরু হচ্ছে বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেন। সর্বমোট ৫০ মিলিয়ন মার্কিন ডলার (৪৩.৩ মিলিন ইউরো) নির্ধারণ করা হয়েছে এবারের প্রাইজমানি। যা টেনিস ইভেন্টের জন্য সর্বোচ্চ রেকর্ড। এর মাধ্যমে আরো একবার বছরের সবচেয়ে ধনী টেনিস ইভেন্ট হিসেবে ইউএস ওপেন রেকর্ড বইয়ে নাম লেখাল।

যুক্তরাষ্ট্র টেনিস এসোসিয়েশন জানিয়েছে,টুর্নামেন্টে পুরস্কার বাবদ ব্যয় হবে পুরো ৫০.৪ মিলিয়ন ডলার। এর মধ্যে পুরুষ ও নারী সিঙ্গেলসে চ্যাম্পিয়ন খেলোয়াড় প্রত্যেকে ৩.৭ মিলিয়ন ডলার পাবেন। ২০১৬ সালের তুলনায় প্রাইজমানি প্রতি রাউন্ডে এবার গড়ে প্রায় সাড়ে সাত শতাংশ বৃদ্ধি করা হয়েছে। উল্লেখ্য,আগামী ২৮ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন