
স্পোটস ডেস্কঃ ফিলিস্তিনে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে খেলতে গিয়ে ইসরাইলিদের হয়রানির শিকার হয়েছে বাংলাদেশ দল। জানা গেছে,এএফসি আগেই এই ভ্রমণসূচি ইসরাইলকে জানিয়েছিল। তারপরও ফুটবলাররা সেখানে হয়রানির শিকার হন। এ ঘটনায় হতাশা প্রকাশ করে দলের ম্যানেজার সত্যজিৎ দাস রুপু বাফুফেকে বলেন,শেষ পর্যন্ত আমরা ফিলিস্তিনে পৌঁছেছি। ইসরাইল সীমান্তে আমরা প্রায় সাড়ে তিন ঘণ্টা ভোগান্তিতে পড়েছিলাম। এটা দুর্ভাগ্যজনক।
আরো জানা গেছে,ফিলিস্তিনে সরাসরি বিমানে যেতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। নেপাল ও কাতারে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার পর দুবাইয়ে ট্রানজিট ছিল বাংলাদেশের। এরপর তারা দুবাই থেকে বিমানে করে যায় জর্ডানে। সেখান থেকে ইসরায়েলের সীমান্তের ভেতর দিয়ে বাসে ১২ ঘণ্টার ভ্রমণ শেষে ফিলিস্তিনে পৌঁছায় বাংলাদেশ। যদিও এএফসি থেকে সব রকমের নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছিল বাংলাদেশ দলকে। নিরাপদে ফিলিস্তিনে পৌঁছালেও ইসরাইল সীমান্তে বেশ ভোগান্তির শিকার হতে হয়েছে ফুটবলারদের। আগামী ১৮ জুলাই গ্রুপ পর্বের প্রথম ম্যাচটি জর্ডানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর ২১ জুলাই তাজিকিস্তান ও ২৩ জুলাই ফিলিস্তিনের বিপক্ষে খেলবে বাংলাদেশের যুবারা।