News71.com
 Sports
 08 Jul 17, 07:36 PM
 689           
 0
 08 Jul 17, 07:36 PM

ভারত-আমেরিকা ম্যাচ দিয়ে শুরু অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ।।  

ভারত-আমেরিকা ম্যাচ দিয়ে শুরু অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ।।   

স্পোটস ডেস্কঃ ভারত এই প্রথমবারের মত ফিফার কোন টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছে। আগামী ৬ অক্টোবর নয়াদিল্লির জওহারলাল নেহরু স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবলের মিশন শুরু করবে স্বাগতিক ভারত। এই প্রথম ভারতের মাটিতে বিশ্বকাপের মত ফুটবলের বড় কোন আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে। গতকাল শুক্রবার মুম্বাইয়ে এ উপলক্ষ্যে আনুষ্ঠানিক ড্র অনুষ্ঠিত হয়। গ্রুপ এ' তে ভারত ও যুক্তরাষ্ট্র ছাড়াও অপর দলগুলো হলো কলম্বিয়া ও ঘানা। আগামী ৯ ও ১২ অক্টোবর গ্রুপের পরবর্তী দুটি ম্যাচে ভারতের প্রতিপক্ষ যথাক্রমে কলম্বিয়া ও ঘানা। অন্যদিকে ৮ অক্টোবর ২০০১ সালের চ্যাম্পিয়ন ফ্রান্স গৌহাটিতে নিউ ক্যালেডোনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের যাত্রা শুরু করবে।

অক্টোবরের প্রথম সপ্তাহে শুরু হওয়া এই টুর্নামেন্টে ২৪ টি দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে কলম্বিয়া দুইবারের চ্যাম্পিয়ন ঘানার মুখোমুখি হবে। গ্রুপ ডি'তে তিনবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ উত্তর কোরিয়া,নাইজার ও স্পেন। প্রথমবারের মত দুটি নতুন দেশ নিগার ও নিউ ক্যালেডোনিয়া এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে। তবে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সবচেয়ে সফল দেশ ৫ বারের চ্যাম্পিয়ন নাইজেরিয়া ২০১৭ আসরে খেলতে ব্যর্থ হয়েছে। তিন সপ্তাহের এই মহাযজ্ঞ ভারতের রাজধানী নয়া দিল্লি ছাড়াও আরো ৫টি শহরে অনুষ্ঠিত হবে। ২৮ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের বিভিন্ন ম্যাচ মুম্বাই,কলকাতা,কোচি,গৌহাটি ও গোয়ায় অনুষ্ঠিত হবে। এবারের আসরের ফাইনালের ভেন্যু কলকাতা।

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ:
গ্রুপ এ: ভারত,যুক্তরাষ্ট্র, কলম্বিয়া, ঘানা
গ্রুপ বি: প্যারাগুয়ে, মালি, নিউজিল্যান্ড, তুরষ্ক
গ্রুপ সি: ইরান, গিনি, জার্মানি, কোস্টা রিকা
গ্রুপ ডি: উত্তর কোরিয়া, নিগার, ব্রাজিল, স্পেন
গ্রুপ ই: হন্ডুরাস, জাপান, নিউ ক্যালেডোনিয়া, ফ্রান্স
গ্রুপ এফ: ইরাক, মেক্সিকো, চিলি, ইংল্যান্ড

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন