News71.com
 Sports
 06 Jul 17, 09:27 PM
 689           
 0
 06 Jul 17, 09:27 PM

ফিফা রাঙ্কিংঃ ফুটবলে বাংলাদেশের অবস্থান ১৯০ তম।।  

ফিফা রাঙ্কিংঃ ফুটবলে বাংলাদেশের অবস্থান ১৯০ তম।।   

স্পোটস ডেস্কঃ ক্রিকেটে বাংলাদেশ যখন ঝড়ো গতিতে এগিয়ে যাচ্ছে,তখন ফুটবল অঙ্গনের অবস্থা তথৈবচ! আজ বৃহস্পতিবার প্রকাশিত জুলাই মাসের ফিফা র্যাং কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৯০ তম। ১৯৩ তম অবস্থান থেকে এই উন্নতি। অন্যদিকে ৯৬তম অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারত এখন নিজেদের ইতিহাসে দ্বিতীয় সেরা অবস্থানে। একসময় ফুটবলে ভারতের প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত বাংলাদেশের অধঃপতনের শুরু হয়েছিল আরও আগেই।গত মার্চে র্যাং কিংয়ের ১৬৪তম দল ভুটানের কাছে হেরে ইতিহাসের সর্বনিম্ন ১৯৩ তম অবস্থানে চলে গিয়েছিল বাংলাদেশ। এজন্য ফিফা আয়োজিত টুর্নামেন্ট থেকে আগামী বেশ কিছুদিন দূরে থাকতে হবে বাংলাদেশকে। এদিকে ফুটবল কর্তারা বলেই যাচ্ছেন ফুটবল নবজাগরণের' কথা।

এজন্য কে দায়ী? উত্তরে বলা যায়,নতুন করে কাউকে দায়ী করার কিছু নেই। গত দুই বছরেও বয়সভিত্তিক দলে ভালো করা খেলোয়াড়দের নিয়ে আলাদা কোনো পরিকল্পনা নেই। ২০১৫ সালে অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৯ দলের দারুণ সাফল্যও টনক নড়াতে পারেনি বাফুফের। বারবার চেষ্টা করেও একটি ফুটবল একাডেমি তৈরি করা সম্ভব হয়নি। যে দেশে আজ পর্যন্ত একটি ফুটবল একাডেমি নেই;একের পর এক কোচ নিয়োগ আর ছাঁটাই করা হয়;সে দেশের ফুটবল নিয়ে কী আশা করা যেতে পারে?

অন্যদিকে বয়সভিত্তিক ফুটবল নিয়ে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন করে ঘরের মাঠেই একটি বিশ্বকাপ খেলতে যাচ্ছে ভারত। এবার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের আয়োজক হয়েছে প্রতিবেশী দেশটি। শুধু তাই নয়,অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজনের চিন্তাভাবনাও শুরু করেছে তারা। ইউরোপের বিভিন্ন দেশের একাডেমিতেও সুযোগ পাচ্ছে ভারতের কিশোরেরা। একসময় বাংলাদেশের তীব্র প্রতিদ্বন্দ্বীরা এখন এশিয়ার ১২তম অবস্থানে আছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন