News71.com
 Sports
 06 Jul 17, 07:31 PM
 727           
 0
 06 Jul 17, 07:31 PM

মেঘালয়ে বিজিবি-বিএসএফ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।।  

মেঘালয়ে বিজিবি-বিএসএফ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।।   

স্পোটস ডেস্কঃ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পারিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর মাঝে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বিজিবি’র ময়মনসিংহ সেক্টরের ২৭ ব্যাটালিয়নের এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে,শেরপুর সীমান্তে গতকাল বুধবার বিকেলে ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলার ডালু সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্টেডিয়ামে এ খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় বিএসএফ একাদশ ৭-০ গোলে বিজিবি একাদশকে পরাজিত করে।

খেলা শেষে চ্যাম্পিয়ন ভারত দলের অধিনায়ক কনস্টেবল নরেশ কুমার ত্রিপুরা ও রানারআপ বাংলাদেশ দলের অধিনায়ক নায়েক আলাল মিয়ার হাতে ট্রফি তুলে দেন উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া প্রত্যেক খেলোয়াড় এবং উভয় দেশের কর্মকর্তাদের মাঝে পারস্পরিক শুভেচ্ছা উপহার বিনিময় করা হয়। এ সময় বিজিবি ময়মনসিংহের সেক্টর কমান্ডার কর্ণেল কাজী অনিরুদ্ধ বিজিবিএম,২৭ ব্যাটলিনের সিও লেফটেনেন্ট কর্ণেল আনিসুর রহমান,মেজর মেজবাহুল আলম ও মেজর এনামুল করিম এবং বিএসএফ তুরা সেক্টরের ডিআইজি ইউপিএস পাঠানিয়া আরটিডি,কমান্ডার পিকে মিসরা,সঞ্জয় কুমার শ্রীবাস্তব,সুকুমার পাঠানিক,হিমনাথ কুমার ও সানকাটা প্রাসাদসহ বিএসএফের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন