
স্পোটস ডেস্কঃ গত দুই বছরের ধারাবাহিকতায় এবারও বাংলাদেশ-ভারত ম্যাচকে সামনে রেখে সোশ্যাল সাইটে বাকযুদ্ধে লিপ্ত হয়েছে দুই দেশের সমর্থকরা। বিভিন্ন পেইজে কিংবা ফেসবুক স্ট্যাটাসে চলছে কাদা ছোড়াছুড়ি। এবারও ভারতের কিছু সমর্থক একটি ভিডিও বানিয়ে ছড়াচ্ছে ফেসবুকে। অন্যদিকে বাংলাদেশের কিছু সমর্থক কুকুরের গায়ে ভারতের জাতীয় পতাকা দিয়ে ট্রোল করছে। এই ঘটনা নিঃসন্দেহে একটি দেশের জাতীয় পতাকার অবমাননা। এহেন ঘটনায় বিস্ময় প্রকাশ করলেন স্বয়ং টাইগার ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা। ম্যাচের আগের দিন আজ নিয়মানুযায়ী সংবাদ সম্মেলনে আসলেন টাইগার ক্যাপ্টেন। পত্রিকাগুলোতে জাতীয় পতাকা সম্বলিত এই ছবিটি ব্যাপক আকারে প্রকাশিত হচ্ছে। তবে ভারতীয় সমর্থকরা কী করছে সে বিষয়ে কিছু বলা হয়নি। এরপরও সংবাদ সম্মেলনে এক জন সাংবাদিক বিষয়টি নিয়ে প্রশ্ন উত্থাপন করলেন। প্রশ্ন শুনে মাশরাফির অসহায়ত্ব প্রকাশ করা ছাড়া আর কিছু করার ছিল না। তিনি সমর্থকদের উদ্দেশ্যে ক্রিকেট নিয়ে সীমা লংঘন না করার অনুরোধ জানালেন।
ম্যাশ বললেন,এগুলো আসলে খেলোয়াড়দের নিয়ন্ত্রণের বাইরে। এগুলো আমাদের কারও কাম্য নয়। দিন শেষে এটা তো শুধু খেলাই। তবে এখান থেকে বসে আমি যাই বলি না কেন কিংবা অন্য দলের অধিনায়ক যা বলুক না কেন;তাতে কাজ হয় না। এরকম আগেও দেখেছি। সবচেয়ে ভালো হচ্ছে ক্রিকেটারদের এসবে মন না দেওয়া। নিজের খেলাটা ঠিকভাবে খেলা। এর বাইরে আসলে কিছু করারও থাকে না। সমর্থকরা আবেগের বশবর্তী হয়ে ম্যাচের ফলাফল সম্পর্কে যা খুশি তাই বলে দিতে পারেন। কিন্তু যার ওপর একটি দলের অধিনায়কত্বের দায়িত্ব তিনি তো যা খুশি তাই বলতে পারেন না। তাই মাশরাফি সমর্থকদের ধৈর্য্য ধরার আহ্বান জানালেন। তিনি বললেন,সাধ্যমতো চেষ্টা করব আমাদের সেরাটা দিয়ে খেলার। তবে ফল কার পক্ষে যাবে বলা কঠিন। মাঠে যারা ভালো খেলবে,তারা জিতবে। সবাইকে বলব ধৈর্য ধরতে। বাংলাদেশের ক্রিকেট সামনে এগিয়ে যাচ্ছে। আমরাও আগামীকালও (বৃহস্পতিবার) চেষ্টা করব সেরাটা খেলার।