
নিউজ ডেস্কঃ গোপালগঞ্জে গ্রাম এলাকার সহজ সরল নারীদের স্বর্ণের লোভ দেখিয়ে দীর্ঘ বছর প্রতারণা করে আসছে একটি চক্র। এরা কিছু পিতলের টুকরো পালিশ করে তা কাগজে মুড়ে তা কোন নারীর পায়ের কাছে ফেলে নিজেরাই কুড়িয়ে সেগুলো স্বর্ণ বলে নারীদের লোভ দেখিয়ে ওই নারীদের দিয়ে তাদের পরিধেয় স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দিয়ে থাকে।
এরকমই ঘটনা ঘটেছে আজ বুধবার সদর উপজেলার গান্ধিয়াশুর বাজারে। তবে এ যাত্রায় ফেসে গেছে প্রতারণাকারী চক্রের দলনেতা। স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দিয়ে স্থানীয় বৌলতলী তদন্তকেন্দ্রের পুলিশে সোপর্দ করেছে। বৌলতলী তদন্ত কেন্দ্রের এসআই মো. ফরিদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন,ঈদকে সামনে রেখে এরা প্রতারণায় নেমেছে। বাকি প্রতারকদের খোঁজা হচ্ছে।