
আন্তর্জাতিক ডেস্কঃ ফুটবল তারকা লিওনেল মেসির নামে নির্মিত হতে যাচ্ছে থিম পার্ক। এই থিম পার্কের পোশাকি নাম,দ্য মেসি এক্সপিরিয়েন্স পার্ক’। ২০১৯ সালের মধ্যেই চীনের বেইজিংয়ে তৈরি হবে এই থিম পার্র। চীনের ব্রডকাস্টার কোম্পানি ফোনিক্স গ্রুপ,স্প্যানিশ মিডিয়া কোম্পানি মিডিয়াপ্রো এবং মেসির ম্যানেজমেন্ট গ্রুপের সহযোগিতায় এই বিশেষ পার্কটি তৈরি হতে চলেছে। ৪২ হাজার স্কোয়ার মিটার জায়গা জুড়ে তৈরি হবে এই বিশেষ পার্ক। যেখানে আকর্ষণের উপাদান থাকবে ভরপুর।
লিওমেসি ম্যানেজমেন্ট গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে,এই সপ্তাহেই বেইজিংয়ে এই স্পেশাল পার্কের আনুষ্ঠানিক ঘোষণার অনুষ্ঠানে হাজির ছিলেন মেসি। মেসি জানিয়েছেন,এর আগে কখনও যে অভিজ্ঞতা হয়নি,এই পার্কে ঢুকে মানুষ তাই উপভোগ করবেন। আমি চাই,ছোট বয়স থেকে সবাই ফুটবল খেলুক। তাই উৎসাহিত করতেই এই উদ্যোগ। লোকে যখন এই পার্কে আসবে,অনুভব করবেন আমি তাঁদের পাশে আছি। মধ্যেই আছি।