News71.com
 Sports
 25 May 17, 10:57 PM
 722           
 0
 25 May 17, 10:57 PM

বিপিএলের উদ্বোধনী আসরে গাইবেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং-শ্রেয়া ঘোষাল।।

বিপিএলের উদ্বোধনী আসরে গাইবেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং-শ্রেয়া ঘোষাল।।

স্পোটস ডেস্কঃ নভেম্বর আসতে এখনও বেশ কয়েকমাস বাকী। কিন্তু এখন থেকেই তোড়জোড় শুরু হয়ে গেছে বাংলাদেশ প্রিমিআর লিগের (বিপিএল)। আগামী ৪ নভেম্বর থেকে মাঠে গড়াবে বিপিএলের পঞ্চম আসর। তার আগে ২ নভেম্বর অনুষ্ঠিত হবে উদ্বোধনী কনসার্ট। এতে উপস্থিত থাকবেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষাল। আজ বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে নতুন ভেন্যুর কথা জানান বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।

টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টের সর্বশেষ আসরে খেলেছিল ৭টি দল। এবার দল বেড়ে হয়েছে ৮টি। এক আসর পর নতুন মালিকানায় বিপিএলে ফিরেছে সিলেট। ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে প্রথমবারের মতো ভেন্যু হিসেবেও যুক্ত হচ্ছে সিলেট। প্রথম পর্ব,এলিমিনিটির,প্রথম কোয়ালিফায়ার, দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে। বিপিএলের গ্রাউন্ডস স্বত্ব পেয়েছে ঢাকা কমিউনিকেশন। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিপিএলের তিনটি আসরের সম্প্রচার স্বত্ব পেয়েছে ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়াম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন