News71.com
 Sports
 25 May 17, 05:10 PM
 743           
 0
 25 May 17, 05:10 PM

শচীন টেন্ডুলকারের বায়োপিক প্রিমিয়ারে একসঙ্গে কোহলি-আনুষ্কা।।  

শচীন টেন্ডুলকারের বায়োপিক প্রিমিয়ারে একসঙ্গে কোহলি-আনুষ্কা।।   

স্পোটস ডেস্কঃ গুজবে যে কান দিতে নেই তা ফের একবার প্রমাণ করলেন বিরাট–অনুষ্কা। হাতে হাত দিয়ে খোশমেজাজে প্রবেশ করলেন এই তারকা জুটি। সেখানে ভারতীয় দলের প্রায় প্রত্যেকটি খেলোয়াড় উপস্থিত। কিন্তু ক্যামেরার সব ফোকাস কেড়ে নিলেন বর্তমানে ভারতে সবচেয়ে জনপ্রিয় জুটি কোহলি-আনুষ্কা। শচীন টেন্ডুলকারের বায়োপিক ‘শচীন: এ বিলিয়নস ড্রিম’ দেখতে তারা একসঙ্গে জড়ো হয়েছিলেন। আর এখানেই সবার চোখ সরে গেল বিরাট–অনুষ্কার দিকে। স্বয়ং শচীনকে দেখা গেল নিজের স্ত্রী অঞ্জলির সঙ্গে অনুষ্কার পরিচয় করিয়ে দিতে। একে একে প্রায় সবাই এগিয়ে গিয়ে কিছু কথা বলে ফেললেন। অর্থাৎ সৌজন্যতা আর কী।


কিন্তু বিরাট মাঠের বাইরেও প্রমাণ করলেন লোকমুখে তাদের সম্পর্ক নিয়ে যা প্রচার করা হয় তা বাস্তবে ঠিক নয়। একপ্রকার বার্তা দেওয়া তারা আছেন একই রকম। যেমনটা আগে ছিল। আর এই বার্তা দেওয়ার এটাই সঠিক স্থান বলে তিনি মনে করেছেন। অনুষ্কার কোমর ধরে শচীন–অঞ্জলির মধ্যমণি হয়ে ছবি তুললেন তারা। অনুষ্কাও পশ্চিমি পোশাক পড়ে হালকা মেজাজে ধরা দিলেন সবার মাঝে। বোঝালেন সঙ্গে আছি বিরাটের। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ছড়িয়ে পড়তে সময় লাগেনি। ‌‌ এর আগে জহির খানের বাগদানের অনুষ্ঠানেও হাতে হাত ধরে অংশ নিয়েছিলেন কোহলি-আনুষ্কা। ২০১৩ সাল থেকে এই একে অন্যকে ডেট করছেন কোহলি ও আনুষ্কা। তবে মাঝখানে তাদের সম্পর্ক ভেঙ্গে গিয়েছিল বলে খবর বেরিয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন