News71.com
 International
 02 Jul 22, 02:37 PM
 985           
 0
 02 Jul 22, 02:37 PM

নিরাপত্তা বাহিনীর হামলায় সুদানে নিহত ৯।। ব্যাপক বিক্ষোভ

নিরাপত্তা বাহিনীর হামলায় সুদানে নিহত ৯।। ব্যাপক বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্কঃ আফ্রিকার দেশ সুদানে বৃহস্পতিবার (৩০ জুন) সেনাশাসন বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হামলায় ৯ জন নিহত হন। এ ঘটনার পর শুক্রবার (১ জুলাই) রাজধানী খারতুমে বিক্ষোভে নেমে পড়েন সাধারণ মানুষ। এ বিক্ষোভ শনিবার (২ জুলাই) পর্যন্ত ধারাবাহিকতা পেয়েছে। খবর আল জাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, আট মাস আগে ক্ষমতা হাতিয়ে নেওয়া সামরিক নেতৃত্বের বিরুদ্ধে সমাবেশ করতে বৃহস্পতিবার সুদানের রাস্তায় নেমে আসেন হাজারো নাগরিক। বেসামরিক সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়ার দাবি জানাচ্ছিলেন তারা। কিন্তু বিক্ষোভ রুখতে কঠোর নিরাপত্তা পদক্ষেপ দেয় সরকার। অনেকটাই বন্ধ করে দেওয়া হয় যোগাযোগ ব্যবস্থা।

এ অবস্থায়ও বৃহস্পতিবার বিকেলে বিপুল সংখ্যক বিক্ষোভকারী একত্রিত হয়ে প্রেসিডেন্ট ভবনের দিকে এগিয়ে যেতে শুরু করে। নিরাপত্তাবাহিনী তাদের বাধা দেয়, একপর্যায়ে কাঁদানে গ্যাস জলকামানের ব্যবহার করে তারা। কিন্তু বাধা ডিঙিয়ে বিক্ষোভকারীরা এগিয়ে যেতে থাকলে নিরাপত্তাবাহিনী গুলি চালায়। এ সময় ৯ জন নিহত হন। সামরিক সরকার ক্ষমতা দখল করার পর এক ক্র্যাকডাউনের দেশটিতে ১৮ শিশুসহ ১১৩ জন নিহত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন