News71.com
 International
 01 Jul 22, 05:59 PM
 1220           
 0
 01 Jul 22, 05:59 PM

পাকিস্তানে ভয়াবহ বিদ্যুৎ সংকট।।মোবাইল সেবা বন্ধে সতর্কতা

পাকিস্তানে ভয়াবহ বিদ্যুৎ সংকট।।মোবাইল সেবা বন্ধে সতর্কতা

আন্তর্জাতিক ডেস্কঃ ধীরে ধীরে অর্থনৈতিক মন্দা ঘরে ধরেঠেছ পাকিস্তানকে। অবস্থা এত কঠিন পরিস্থিতিতে গেছে বিশাল আকার ধারণ করেছে বিদ্যুৎ সংকট। এ সংকটের কারণে বন্ধ হয়ে যেতে পারে দেশটির মোবাইল সেবা। পাকিস্তানের সম্প্রচার মাধ্যম জিও বৃহস্পতিবার (৩০ জুন) তাদের অনলাইন মাধ্যমে এক প্রতিবেদনে জানিয়েছে, টেলিকম অপারেটররা তাদের মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধে সতর্কতা জারি করেছে। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাট প্রকট আকার ধারণ করায় এমন সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ কয়েকটি টেলিকম অপারেটর। পাকিস্তানের ন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি বোর্ডও (এনআইবিটি) টুইটারে দেওয়া এক পোস্টে এ কথা জানিয়েছে।

বিদ্যুৎ বিভ্রাটের কারণে কার্যক্রম পরিচালনায় নানা বাধা ও সমস্যা কারণে এ সিদ্ধান্ত কার্যকরের চিন্তা-ভাবনা চলছে। এর আগে গত সোমবার (২৭ জুন) প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পাকিস্তানবাসীকে সতর্ক করে জানান, জুলাইয়ে ঘন ঘন লোডশেডিং হতে পারে। প্রয়োজনীয় পরিমাণে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ না পাওয়া এমন বিড়ম্বনার শিকার হতে হবে নাগরিকদের। দ্রুত এ সেবা পেতে চেষ্টা করে যাচ্ছে তার জোট সরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন