News71.com
 International
 01 Jul 22, 10:40 AM
 878           
 0
 01 Jul 22, 10:40 AM

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হলেন একনাথ শিন্ডে।।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হলেন একনাথ শিন্ডে।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শিবসেনার নেতা একনাথ শিন্ডে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ জুন) সন্ধ্যার পর রাজভবনে শপথ বাক্য পাঠ করেন তিনি। একই সঙ্গে উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপির দেবেন্দ্র ফডনবিশ। খবর এনডিটিভির। একনাথ শিন্ডে ও দেবেন্দ্র ফডনবিশকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে, শিন্ডে ও দেবেন্দ্র মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির সঙ্গে দেখা করেন। ওই সাক্ষাতের পর দেবেন্দ্র ফডনবিশ প্রথম একনাথ শিন্ডের মুখ্যমন্ত্রী হওয়ার কথা জানান।

অটোরিকশা চালক থেকে মুখ্যমন্ত্রীর সফর: ১৯৬৪ সালে মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন শিন্ডে। তিনি সাতারা জেলার পাহাড়ি জাওয়ালি তালুকার বাসিন্দা এবং মারাঠি সম্প্রদায়ের অন্তর্গত। একনাথ শিন্ডে থানেকে একাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন এবং তার পরে ওয়াগলে এস্টেট এলাকায় থেকে অটোরিকশা চালাতে শুরু করেন। একনাথ শিন্ডে আশির দশকে অটোরিকশা চালাতে গিয়ে শিবসেনায় যোগ দেন এবং দলের একজন সাধারণ কর্মী হিসেবে রাজনৈতিক যাত্রা শুরু করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন