News71.com
 International
 22 Jun 22, 03:27 PM
 878           
 0
 22 Jun 22, 03:27 PM

অগ্নিপথ প্রকল্প নিয়ে মোদির সঙ্গে তিন বাহিনীর প্রধান।।

অগ্নিপথ প্রকল্প নিয়ে মোদির সঙ্গে তিন বাহিনীর প্রধান।।

আন্তর্জাতিক ডেস্কঃ অগ্নিপথ প্রকল্প নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছেন তিন বাহিনীর প্রধান।মঙ্গলবার (২১ জুন) প্রধানমন্ত্রীর সঙ্গে নৌ, সেনা ও বিমানবাহিনী প্রধানের আলাদা বৈঠকে অগ্নিপথ প্রকল্পের বাস্তবায়নসহ আনুষঙ্গিক নানা বিষয়ে আলোচনা হয়। বিভিন্ন মহল বলছে, এ প্রকল্পের বিষয়ে অনড় সরকার। সরে আসার কোনো পরিকল্পনা সরকারের নেই। তবে অগ্নিপথ প্রকল্পের বিরোধিতা করে ভারতের সর্বোচ্চ আদালতে একের পর এক জনস্বার্থ মামলা জারি হওয়ায় কেন্দ্রীয় সরকার ক্যাভিয়েট দাখিল করেছে। কেন্দ্রের পক্ষ থেকে সরকারের বক্তব্য না শুনে কোনো নির্দেশ জারি না করার আহ্বান জানানো হয় সুপ্রিম কোর্টকে।  

ভারতীয় সেনাবাহিনীতে অস্থায়ীভাবে চুক্তিভিত্তিক নিয়োগের নতুন নিয়মের বিরুদ্ধে বিক্ষোভের ঝড় বয়ে গেছে। বিহারসহ কয়েকটি রাজ্যে ২৪ ঘণ্টার বন্‌ধ কর্মসূচি চলছে। এতে প্রায় ৫০০টি ট্রেন চলাচল বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্নিপথ প্রসঙ্গে ভুয়া খবর প্রচারে বেশ কয়েকটি হোয়াটসঅ্যাপ গ্রুপও বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। তবে বিক্ষোভ আমলে না নিয়ে ভারতীয় সেনাপ্রধান জানিয়েছেন, কোনো বাধার মুখেই এ প্রকল্প থামবে না। প্রকল্পটিতে নিয়োগের সময়সূচিও ঘোষণা করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। রোববার (১৯ জুন) এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অনিল পুরি জানান, আগামী ২৫ জুনের মধ্যে নিয়োগসংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করা হবে। তিনি বলেন, এ প্রকল্পটি থামিয়ে দেয়ার প্রশ্নই ওঠে না। এটা আমরা কেন থামাব। দেশের যুব সমাজের জন্য এটি খুবই প্রগতিশীল একটি পদক্ষেপ। 

 খবরঃ এনডিটিভির

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন