News71.com
 International
 18 Jun 22, 08:14 PM
 1160           
 0
 18 Jun 22, 08:14 PM

২৭ বছরের মধ্যে চেরাপুঞ্জিতে রেকর্ড পরিমাণ বৃষ্টি।।

২৭ বছরের মধ্যে চেরাপুঞ্জিতে রেকর্ড পরিমাণ বৃষ্টি।।

নিউজ ডেস্কঃ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের চেরাপুঞ্জিতে (শোহরা) একদিনে ৯৭২ মিলিমিটার বর্ষণ হয়েছে, যা গত ২৭ বছরের মধ্যে সবচেয়ে বেশি বলা হচ্ছে। এছাড়া মৌসুমের বৃষ্টিপাতও হয়েছে দ্বিগুণ। এ পরিমাণ বৃষ্টিপাতের ফলেই বাংলাদেশের বন্যা পরিস্থিতিও অবনতি হচ্ছে। গোয়াহাটির (আসাম) আঞ্চলিক আবহাওয়া অফিস জানিয়েছে, আসাম-মেঘালয় মৌসুমের স্বাভাবিক বৃষ্টিপাতের সীমা হচ্ছে ৪ হাজার ১৫০ মিলিমিটার। সেখানে ইতিমধ্যে ৮ হাজার ২২ মিলিমিটার বৃষ্টিপাত হয়ে গেছে।

আর এক দিনেই [শুক্রবার (১৭ জুন) সকাল আটটা থেকে আগের ২৪ ঘণ্টায়] হয়েছে ১ হাজার ৪৩৮ দশমিক ৯ মিলিমিটার বর্ষণ। এরমধ্যে কেবল মেঘালয়ের চেরাপুঞ্জিতেই একদিনে বৃষ্টিপাত হয়েছে ৯৭২ মিলিমিটার।
চেরাপুঞ্জিতে মৌসুমের স্বাভাবিক বৃষ্টিপাত হচ্ছে ২ হাজার ৫৯২ মিলিমিটার, ইতিমধ্যে হয়ে গেছে ৪ হাজার ৮১ মিলিমিটার।চেরাপুঞ্জির এ বৃষ্টিপাতকে গত ২৭ বছরের মধ্যে সবচেয়ে বেশি বর্ষণ বলছে ভারতের আবহাওয়া অফিস। ভারতের এ উত্তর-পূর্বাঞ্চলে অতি প্রবল ভারী বর্ষণের কারণে ইতিমধ্যে আসামে বড় বন্যার দেখা দিয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে ১১ লাখ মানুষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন