News71.com
 International
 17 Jun 22, 10:41 PM
 937           
 0
 17 Jun 22, 10:41 PM

শ্রীলঙ্কায় পাসপোর্ট বানানোর হিড়িক!

শ্রীলঙ্কায় পাসপোর্ট বানানোর হিড়িক!

আন্তর্জাতিক ডেস্কঃ মাত্র চার দিনের জ্বালানি তেল মজুত আছে শ্রীলঙ্কায়। জানিয়েছেন, দেশটির জ্বালানিমন্ত্রী। আগে থেকেই ঋণে জর্জরিত থাকায় আমদানির জন্য ঋণপত্র খোলা সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি। এদিকে তেল কিনতে শ্রীলঙ্কার পেট্রলপাম্পগুলোতে ভিড় করছেন গ্রাহকরা।দেশের ইতিহাসে সবচেয়ে অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কায় নাগরিকদের পাসপোর্ট তৈরির হিড়িক পড়েছে। দৈনিক পাসপোর্ট ইস্যুর পরিমাণ ব্যাপক হারে বেড়েছে। বৃহস্পতিবার শ্রীলঙ্কার সংবাদমাধ্যম দ্য ডেইলি মিরর এ তথ্য জানিয়েছে। নতুন কর্মসংস্থানের খোঁজে শ্রীলঙ্কানদের দেশ ছাড়ার কারণে পাসপোর্ট তৈরির এই হিড়িক।

প্রতিদিন জমা পড়ছে পাসপোর্ট তৈরির হাজার হাজার আবেদন পত্র। প্রচণ্ড ব্যবস্ততায় সময় পার করছেন পাসপোর্ট অফিসের কর্মকর্তারাও। ভয়াবহ অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে ভারত মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র শ্রীলংকা। তীব্র জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা, সরকার পরিবর্তনের উত্থান-পতনের মধ্যে জীবিকা নির্বাহে হিমশিম খাচ্ছেন দেশটির নাগরিকরা। শ্রীলঙ্কার অচলাবস্থার এ ধাক্কা লেগেছে পর্যটন খাতেও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন