News71.com
 International
 01 May 22, 03:14 PM
 172           
 0
 01 May 22, 03:14 PM

কলকাতায় কালবৈশাখী।। শহরজুড়ে স্বস্তির বৃষ্টি

কলকাতায় কালবৈশাখী।। শহরজুড়ে স্বস্তির বৃষ্টি

নিউজ ডেস্কঃ টানা হাঁসফাঁস গরমে নাজেহাল অবস্থা হয়েছিল কলকাতাবাসীর। কবে বৃষ্টি হবে তার জন্য চাতকের মত অপেক্ষায় ছিল সবাই। শনিবার (৩০ এপ্রিল) সকাল থেকেই কলকাতার আকাশ ছিল মেঘলা। সেসঙ্গে ছিল ভ্যাপসা গরম। কিন্তু, সন্ধ্যা নামতেই অপেক্ষার অবসান হলো।অবশেষে নামলো স্বস্তির বৃষ্টি সন্ধ্যায় কলকাতায় হঠাৎ শুরু হয় কালবৈশাখী ঝড়।

শহরজুড়ে প্রথমেই কালবৈশাখীর ঝড়ো হাওয়ায় আচমকা ধূলিঝড়ে ঝাপসা হয়ে যায় শহর। তারপরেই ঝড়ের গতি বাড়তেই ভাঙতে থাকে গাছ। শুরু হয় ঝমঝমিয়ে বৃষ্টি। ধীরে ধীরে কমতে থাকে বৃষ্টি। এ কলহমায় তাপমাত্রা কিছুটা কমে যায়। স্বস্তিতে শহরবাসী।এদিন কলকাতা, সল্ট লেক, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনাসহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছে। আজ সন্ধ্যায় কলকাতা আবহাওয়া দপ্তরের পূবাঞ্চলীয় কর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজ্যজুড়ে ৪ মে পর্যন্ত কালবৈশাখীর অনুকূল আবহাওয়া বজায় থাকবে। ঝড়, বৃষ্টি হবে। তবে এর প্রভাব বেশি হবে আগামী ২ ও ৩ মে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন