News71.com
 International
 07 Jan 22, 10:37 PM
 200           
 0
 07 Jan 22, 10:37 PM

আগামী ১৫ দিন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ॥ মুখ্যমন্ত্রী মমতা

আগামী ১৫ দিন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ॥ মুখ্যমন্ত্রী মমতা

নিউজ ডেস্কঃ ভারতে ভয় ধরাচ্ছে করোনা। দেশটিতে আছড়ে পড়েছে তৃতীয় ঢেউ। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে একাধিক বিধিনিষেধ জারি করেছে মমতার সরকার। এরইমধ্যে কলকাতাসহ রাজ্যটির দৈনিক শনাক্তের সংখ্যা বেড়েই চলেছে।  বৃহস্পতিবার (৬ জানুয়ারি) তথ্য অনুযায়ী, রাজ্যে একদিনে শনাক্ত হয়েছে ১৫ হাজার ৪২১ জন, মৃত ১৯ জন। এ পরিস্থিতিতে সাংবাদিকদের সঙ্গে বৈঠক করে সবাইকে অযথা আতঙ্কিত হতে বারণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

এদিন মমতা বলেছেন, করোনা আক্রান্তদের সবার দ্রুত আরোগ্য কামনা করছি। আমি নিজেই জানি না, আমার চারপাশে কার কার কোভিড হয়েছে। অবশ্যই মাস্ক পরুন, ছেলেরা মাথায় ক্যাপ ও মহিলারা চুল ঢেকে রাখুন। ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না। সংবাদমাধ্যমকে বলব, আতঙ্ক কম ছড়ান। এই রোগটা মারাত্মক নয়, কিন্তু দ্রুত গতিতে ছড়াচ্ছে। প্রয়োজন ছাড়াই হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে। বাড়িতে কেউ আক্রান্ত হলে, বাকিরাও বাড়িতে থাকুন। সামান্য জ্বরে ভয় পাবেন না, খাওয়া দাওয়া ভাল করে করুন। ৩ দিন জ্বর থাকছে, ৭ দিন আইসোলেশনে থাকতে বলেছে কেন্দ্র সরকার। আগামী ১৫ দিন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন