News71.com
 International
 19 Sep 21, 02:44 PM
 212           
 0
 19 Sep 21, 02:44 PM

নিরাপত্তা চুক্তি নিয়ে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র মিথ্যাচার করেছে॥ ফ্রান্স

নিরাপত্তা চুক্তি নিয়ে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র মিথ্যাচার করেছে॥ ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্কঃ অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র নতুন নিরাপত্তা চুক্তি নিয়ে মিথ্যাচার করেছে বলে অভিযোগ করেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জেয়ান উভস লে ড্রাইয়ান। রোববার (১৯ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানায়। জেয়ান উভস লে ড্রাইয়ান বলেন, মিথ্যাচারের মধ্য দিয়ে দেশ দু’টি দ্বিচারিতা ও বিশ্বাসভঙ্গ করেছে। উসকে দিয়েছে ঘৃণা। শনিবার (১৭ সেপ্টেম্বর) ফ্রান্সের দু’টি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

জানা গেছে, যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়ার উদ্যোগে অকাস নামের ওই চুক্তির আওতায় অস্ট্রেলিয়া প্রযুক্তি সরবরাহের বিপরীতে পরমাণু-সমৃদ্ধ সাবমেরিন আমদানি করবে। এর ফলে অস্ট্রেলিয়ার সঙ্গে বহু বিলিয়ন ডলারের চুক্তি বাতিল হয়ে গেছে ফ্রান্সের। সেখানে অন্তর্ভুক্ত রয়েছে যুক্তরাজ্যও। ত্রিদেশীয় এই চুক্তিকে দক্ষিণ চীন সাগরে চীনের প্রভাব মোকাবিলার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। জেয়ান উভস লে ড্রাইয়ান বলেন, এর মধ্য দিয়ে মিত্রদের মধ্যে গুরুতর সংকট তৈরি হলো। পরিস্থিতি পুনর্মূল্যায়নের জন্য রাষ্ট্রদূতদের তলব করা হচ্ছে বলে জানান ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন