News71.com
 International
 10 Sep 21, 09:57 PM
 412           
 0
 10 Sep 21, 09:57 PM

তালেবান সরকারের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে না রাশিয়া॥

তালেবান সরকারের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে না রাশিয়া॥

আন্তর্জাতিক ডেস্কঃ তালেবান সরকারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবে না রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছেন। শুক্রবার (১০ সেপ্টেম্বর) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। এ বিষয়ে পেসকভ আরও বলেন, আমরা জানিনা তালেবানের অধীনে আফগানিস্তান কোন দিকে যাবে। তাই আমরা বলতে চাই যে, এখন সেখানকার পরিস্থিতি এবং তালেবান নেতাদের পরবর্তী কাজ বোঝা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যদিও রাশিয়ার পার্লামেন্টের স্পিকার এ সপ্তাহের শুরুতে বলেছিলেন, রাষ্ট্রদূত পর্যায়ের কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন।

এদিকে শুক্রবার রাশিয়ার রাষ্ট্রপতির সরকারি বাসভবন (ক্রেমলিন) থেকে জানানো হয়, রাশিয়া কোনোভাবেই তালেবান সরকারের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবে না। পুতিন জানান, তালেবানের সঙ্গে আগেও যোগাযোগ করেছিল রাশিয়া। তবে সেটি আফগানিস্তান থেকে বিদেশি নাগরিকদের উদ্ধার কার্যক্রম নিয়ে কথা বলতে। অন্য কোনো কারণে নয়। প্রসঙ্গত, উদ্বোধনী অনুষ্ঠানে এখন পর্যন্ত রাশিয়া, চীন, কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইরানকে আমন্ত্রণ জানিয়েছে তালেবান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন