News71.com
 International
 08 Sep 21, 11:54 PM
 252           
 0
 08 Sep 21, 11:54 PM

মাঝ আকাশে বিমানে পিঁপড়ার হানা॥এয়ার ইন্ডিয়া ফ্লাইটের জরুরি অবতরণ

মাঝ আকাশে বিমানে পিঁপড়ার হানা॥এয়ার ইন্ডিয়া ফ্লাইটের জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্কঃ দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়েছিল এয়ার ইন্ডিয়ার বিমানটি। গন্তব্য দূর লন্ডন। কিন্তু উড়াল দেওয়ার কিছুক্ষণ পরই শুরু হয় পিঁপড়ার উৎপাত। কোনো উপায় না পেয়ে জরুরি অবতরণ করতে হয় বিমানটিকে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পিঁপড়ার উৎপাতে মাঝ আকাশ থেকে বিমান ঘুরিয়ে জরুরি অবতরণ করেন পাইলট। পরে অন্য একটি বিমানে ওঠানো হয় যাত্রীদের। দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, গত সোমবার দুপুর ২টার দিকে লন্ডনের উদ্দেশে রওনা দেয় এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি। কিন্তু কিছু দূর যাওয়ার পরই বিজনেস ক্লাসের যাত্রীদের ছেঁকে ধরে পিঁপড়া। এ সময় পিঁপড়ার কামড়ে কেঁদে ফেলেন কোনো কোনো যাত্রী। সঙ্গে সঙ্গে খবর পৌঁছায় পাইলটের কাছে। তিনি এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে যোগাযোগ করেন। এটিসি থেকে বিমানটি ফিরিয়ে আনতে নির্দেশ দেওয়া হয়।

জানা গেছে, পিঁপড়ার উৎপাতে জর্জরিত বিমানে থাকা যাত্রীদের মধ্যে অন্যান্যদের সাথে ছিলেন ভুটানের রাজপুত্র জিগমে নামগিয়েল ওয়াংচুক।পিঁপড়ার কামড়ের শিকার হন তিনিও। অবশ্য বিমানটি ফিরে আসার কিছুক্ষণের মধ্যেই যাত্রীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অন্য একটি বিমানে বিকেল ৫টা ১২ মিনিটের দিকে আবারও লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন