News71.com
 International
 18 Jun 21, 07:55 PM
 270           
 0
 18 Jun 21, 07:55 PM

আবারো গাজায় ইসরায়েলের বিমান হামলা॥

আবারো গাজায় ইসরায়েলের বিমান হামলা॥

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আরারো বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।  বৃহস্পতিবার (১৭ জুন) অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে বিমান হামলা চালানো হয়। গত মাসে হামাসের সঙ্গে ১১ দিনব্যাপী যুদ্ধের পর গাজায় এটি ইসরায়েলের দ্বিতীয় দফা বিমান হামলার ঘটনা।আলজাজিরার খবরে বলা হয়েছে, ইসরাইলি বাহিনী বৃহস্পতিবার গাজার উত্তর-পশ্চিমে এবং উত্তরে বেইত লাহিয়ার বিভিন্ন স্থানে সশস্ত্র সংগঠনগুলোর অবস্থানে বিমান হামলা চালায়। এ নিয়ে ২১ মে থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর দ্বিতীয়বারের মতো গাজায় হামলা চালায় ইসরাইল। এর আগে, বুধবার গাজায় হামলা চালায় বর্বর ইসরাইল।

জাবালিয়ায় অবস্থিত একটি প্রশাসনিক ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হামাসের মুখপাত্র ফাউজি বারহৌম এক বিবৃতিতে বলেন, প্রতিরোধ সংগঠনগুলোর অবস্থানে হামলা নতুন ইসরাইলি সরকারের চরিত্র উন্মোচিত করেছে। আমাদের জনগণ এবং মসজিদের নিরাপত্তা নিশ্চিতে প্রতিরোধ অব্যাহত থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন