News71.com
 International
 15 Jun 21, 08:39 PM
 297           
 0
 15 Jun 21, 08:39 PM

ন্যাটোকে পাল্টা হুঁশিয়ারি দিল চীন।।

ন্যাটোকে পাল্টা হুঁশিয়ারি দিল চীন।।

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গতকাল সোমবার ন্যাটো সম্মেলনে বেইজিংয়ের সামরিক তৎপরতা নিয়ে চীনকে সতর্ক করার পর ন্যাটোকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে চীন। বেইজিংকে হুমকি দেওয়ার মাধ্যমে ফাঁকা মাঠে অহেতুক উত্তেজনা না বাড়াতে চীন ন্যাটোর প্রতি আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের চীনা মিশন জানিয়েছে, বেইজিংয়ের প্রতিরক্ষা ও সামরিক আধুনিকায়নের বিষয়টি পুরোপুরি ন্যায় ও যুক্তিসংগত। একই সঙ্গে বলা হয়েছে, চীনের প্রতিরক্ষানীতি স্বচ্ছ ও উন্মুক্ত।

 

বিবৃতিতে ন্যাটোকে বেইজিংয়ের বিষয়ে আলোচনা বাদ দিয়ে নিজেদের মধ্যে আরো কার্যকর আলাপ করার তাগিদ দিয়েছে চীন। চীন জানায়, ন্যাটোর বেইজিংয়ের সার্বিক উন্নয়নকে যৌক্তিক দৃষ্টিকোণ থেকে দেখা এবং ভূ-রাজনৈতিক প্রতিযোগিতা বন্ধ করা উচিত। পাশাপাশি চীনের সার্বিক উন্নয়নে ন্যাটোকে ঈর্ষান্বিত না হওয়ারও আহ্বান জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন