News71.com
 International
 15 Jun 21, 08:38 PM
 324           
 0
 15 Jun 21, 08:38 PM

করোনার উৎস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রথম গবেষণা ‘ত্রুটিপূর্ণ’।।

করোনার উৎস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রথম গবেষণা ‘ত্রুটিপূর্ণ’।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন করোনার উৎস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার করা প্রথম গবেষণাকে ‘অনেক ত্রুটিপূর্ণ’ বলে মন্তব্য করেছেন। সম্প্রতি ফক্স নিউজ সানডে অনুষ্ঠানের উপস্থাপক ক্রিস ওয়ালেসকে তিনি এ কথা বলেন। ব্লিনকেন বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আপনি ঠিক ধরেছেন, প্রথম যে গবেষণাটির ব্যাপারে জানিয়েছিল তা অনেক ত্রুটিপূর্ণ।’ তিনি আরো বলেন, ‘জি-৭ এ নেতৃবৃন্দরা একত্রিত হয়ে অনুরোধ করেছেন চীন যাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্বিতীয় ধাপের গবেষণায় সহযোগিতা করে।’

 

গ্রুপ অফ সেভেন সামিটে গত রবিবার অংশ নেওয়া বিশ্ব নেতারা কভিড-১৯ উৎস অনুসন্ধানে নতুন গবেষণা শুরু করার আহবান জানিয়েছেন। এ ছাড়াও চীনের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কথা বলতেও সম্মত হয়েছেন তারা। বর্তমানে বিশ্বের একক বৃহত্তম কভিড-১৯ টিকা দাতা যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, ২০২০ সাল থেকে বিশ্বে আনুমানিক দুইশ’ ৩০ কোটি টিকার অর্থায়ন ও সরবরাহের দায়িত্ব পালন করেছে জি৭+।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন