
আন্তর্জাতিক ডেস্কঃ এক সপ্তাহেরও বেশি সময় পর সীমিত আকারে মোবাইল নেটওয়ার্ক চালু করেছে ইরানের সরকার। এতে দেশটির মোবাইল ব্যবহারকারীরা আবার এসএমএস আদানপ্রদান করতে পারছেন। তবে ফোনকল ও ইন্টারনেট পরিষেবা এখনও বন্ধ রয়েছে।গতকাল শুক্রবার থেকে দেশজুড়ে মোবাইল এসএমএস পরিষেবা চালু হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল। তবে এখনো ইরানের মোবাইল ব্যবহারকারীরা ফোনকল করার মতো শক্তিশালী নেটওয়ার্ক সুবিধা পাচ্ছেন না। একই সঙ্গে ইন্টারনেট পরিষেবাও বন্ধ রয়েছে। গত প্রায় ২০ দিন ধরে দেশজুড়ে চলমান তীব্র সরকারবিরোধী বিক্ষোভে রীতিমতো কেঁপে উঠেছে ইরান। ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসা ইসলামি প্রজাতন্ত্র সরকার তাদের ৪৭ বছরের শাসনামলে এত বড় পরিসরের আন্দোলন আগে দেখেনি।