News71.com
 Features
 16 Sep 18, 06:07 AM
 1372           
 0
 16 Sep 18, 06:07 AM

স্মার্টফোনের বদৌলতে স্মার্ট হচ্ছে তরুণ প্রজন্ম।। বিপথগামীও হচ্ছে অনেকে  

স্মার্টফোনের বদৌলতে স্মার্ট হচ্ছে তরুণ প্রজন্ম।। বিপথগামীও হচ্ছে অনেকে   

মিথুন কুমার: স্মার্টফোন ব্যবহারকারীর একটি বিরাট অংশ আমাদের তরুণ প্রজন্ম। স্মার্টফোনের বদৌলতে আমাদের তরুণ প্রজন্ম যেমন স্মার্ট হচ্ছে আবার সেই স্মার্টফোনের কারণে তাদের একটা অংশ বিপথগামী হচ্ছে। স্মার্টফোন সহজলভ্য হওয়ার কারণে ইন্টারনেট ব্যবহার এখন খুব সহজ হচ্ছে। এর ফলে দেশের শহরাঞ্চলের একজন তরুণ ও প্রত্যন্ত অঞ্চলের একজন তরুণের মাঝে কোনো পার্থক্য নেই। এ সুযোগকে কাজে লাগিয়ে তরুণদের অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের সেবামূলক কাজ করছে, যেমন রক্তদান, শীতবস্ত্র বিতরণ, বস্তির ছেলেমেয়েদের ফ্রি শিক্ষা প্রদান করার জন্য সংগঠিত হয়। আবার অনেক তরুণ অনলাইন ব্যবসা করে উপার্জনও করছে। অনেকে স্মার্টফোন ব্যবহার করেও ভাগ্য পরিবর্তন করছে। তাছাড়া প্রতিদিনই নিত্যনতুন মানুষের সাথে যোগাযোগ মাধ্যম বড় হচ্ছে। মানুষের সাথে সহজেই যোগাযোগ করা যাচ্ছে,বিদেশে খুব খরচে ওডিও বা ভিডিও কলে কথা বলা যাচ্ছে। স্মার্টফোনের মাধ্যমে প্রযুক্তি এখন হাতের মুঠোয় চলে এসেছে।

অন্যদিকে স্মার্টফোনের সহজলভ্যতা আমাদের জন্য হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে। আমাদের কিশোররা অবাধেই ইন্টারনেটে বিচরণ করছে এবং তাদের বেশির ভাগই খারাপ দিকগুলো গ্রহণ করছে, যা চিন্তার বিষয়। তরুণ প্রজন্মের একটা অংশ পর্ন ভিডিও দেখছে খুব সহজেই স্মার্টফোনে। এতে করে সৃষ্টি হচ্ছে সমাজে নানা সমস্যা। তাছাড়া সব থেকে বড় সমস্যার ভিতর একটা হচ্ছে,পাবলিক পরীক্ষাগুলোতে ফল বিপর্যয়ের অন্যতম প্রধান কারণ হচ্ছে এই স্মার্টফোন। ছেলে-মেয়েরা স্কুলের পরীক্ষা কিংবা বোর্ড পরীক্ষায় ভালো করলে মা-বাবা স্মার্টফোন গিফট করেন এটা এখন প্রাই দেখা যায়। এ চলমান সংস্কৃতি থেকে পরিবারগুলোকে বের হয়ে আসতে হবে। আর প্রাপ্তবয়স্ক হওয়ার আগে যাতে ছেলেমেয়েরা স্মার্টফোনের সংস্পর্শে আসতে না পারে সে ব্যাপারেও অভিভাবকদের সচেতন হতে হবে। স্মার্টফোন আকারে ছোট হলেও এটা দিয়ে বড় বড় অঘটন সংঘটিত হয়। স্মার্টফোনের ভালো দিকগুলো কাজে লাগালে তরুণরা লাভবান হবে। অন্যথায় জীবনের নানা ক্ষেত্রে তারা পিছিয়ে পড়বে, যা দেশ ও জাতির জন্য কাম্য নয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন