News71.com
 Bangladesh
 25 Feb 21, 01:20 PM
 207           
 0
 25 Feb 21, 01:20 PM

২০৩০ সালে দেশের বনভূমির পরিমাণ উন্নীত হবে ২৪ ভাগে।। মন্ত্রী শাহাব উদ্দিন

২০৩০ সালে দেশের বনভূমির পরিমাণ উন্নীত হবে ২৪ ভাগে।। মন্ত্রী শাহাব উদ্দিন

 

নিউজ ডেস্কঃ ২০৩০ সালের মধ্যে দেশে বৃক্ষাচ্ছাদিত ভূমির পরিমাণ ২৪ শতাংশে উন্নীত করতে নিরলসভাবে কাজ করছে সরকার। এ কথা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি বলেন, গ্রামেগঞ্জে, রাস্তার পাশের যে কোনো খোলা জায়গায় গাছ লাগিয়ে এ লক্ষ্যমাত্রা অর্জন করা হবে। মন্ত্রী বলেন, সবার সহযোগিতায় ২০৩০ সালের মধ্যেই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হবে বাংলাদেশ। 

 

বুধাবার (২৪ ফেব্রুয়ারি) হবিগঞ্জের বাহুবল উপজেলার জয়পুরে শ্রী চৈতন্য মহাপ্রভুর পূণ্যতীর্থ শ্রী শ্রী শচী অঙ্গনধামের ৪০তম বার্ষিক উৎসবের উদ্বোধন ও দাতাশ্রী সম্মান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ মন্ত্রী এসব কথা বলেন। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন