News71.com
 Bangladesh
 22 Oct 19, 11:27 AM
 90           
 0
 22 Oct 19, 11:27 AM

যাত্রীসহ পদ্মার ডুবোচরে আটকা পড়েছে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ।।

যাত্রীসহ পদ্মার ডুবোচরে আটকা পড়েছে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ।।

নিউজ ডেস্কঃ কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের পদ্মা নদীতে ডুবো চরে আটকে রয়েছে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। মঙ্গলবার (২২ অক্টোবর) ভোর ৬টার দিকে ফেরিটি নৌরুটের চ্যানেলের ডুবোচরে আটকা পড়ে। ফেরিটিতে যাত্রীবাহী ৪টি বাস, পণ্যবাহী ২টি ট্রাক ও ১৮টি ছোট পরিবহন রয়েছে। ভোরে শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশে আসার সময় চ্যানেলমুখের ডুবোচরে আটকে যায় ফেরিটি। বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাট সূত্র এ তথ্য জানিয়েছে। জানা যায়, কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের চ্যানেলসহ বিভিন্ন স্থানে নাব্যতা সংকট রয়েছে। রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর শিমুলিয়া থেকে পরিবহন ও যাত্রী নিয়ে কাঁঠালবাড়ী আসার পথে লৌহজং টার্নিং পয়েন্টে ডুবোচরে আটকে যায়। মঙ্গলবার সকাল পৌনে ১১টা থেকে ফেরিটি উদ্ধারের কাজ করছে জাহাজ আইটি ৯১।বর্তমানে নৌরুটে সকাল থেকে ১০টি ফেরি চলাচল রয়েছে। বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম বলেন, ভোর ৬টার দিকে ফেরিটি ডুবোচরে আটকা পড়ে। উদ্ধারের চেষ্টা চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন