News71.com
 Bangladesh
 30 Dec 25, 11:07 PM
 20           
 0
 30 Dec 25, 11:07 PM

নির্বাচনে অংশ নিচ্ছে না ৮টি নিবন্ধিত রাজনৈতিক দল॥ মনোনয়ন জমা দিয়েছে ৫১ দলের প্রার্থী  

নির্বাচনে অংশ নিচ্ছে না ৮টি নিবন্ধিত রাজনৈতিক দল॥ মনোনয়ন জমা দিয়েছে ৫১ দলের প্রার্থী   

নিউজ ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিচ্ছে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের তথ্যমতে, সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ৫১টি রাজনৈতিক দলের প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক।

ইসি জানায়, রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে এবার মোট ২ হাজার ৫৭০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর আগে প্রার্থীরা মোট ৩ হাজার ৩০৭টি মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন মনোনয়নপত্র জমার শেষ সময় পার হলেও কোন কোন দল মনোনয়ন দাখিল করেনি—সে বিষয়ে নির্দিষ্ট তথ্য দিতে পারেনি নির্বাচন কমিশন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন