bangladesh
 20 Aug 19, 01:52 PM
 78             0

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২

নিউজ ডেস্কঃ কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের চালকসহ ২ জন নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার দেবিদ্বার উপজেলার কুরছাপ এলাকায় আজ মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।খবর পেয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনের লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। পুলিশ জানায়, ঢাকা থেকে কুমিল্লা অভিমুখী একটি নোহা মাইক্রোবাসকে অজ্ঞাতনামা একটি যানবাহন চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই মাইক্রোবাসের চালকসহ দুইজন নিহত হন। এসময় আহত হন আরও তিনজন। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে এবং আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')