
নিউজ ডেস্কঃ আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মাঠ প্রশাসন সাজাতে শুরু করেছে সরকার। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে গতকাল বুধবার এক দিনেই রেকর্ডসংখ্যক পদোন্নতি ও বদলির ঘটনা ঘটেছে। লটারিতে ৬৪ জেলায় পুলিশ সুপারকে (এসপি) পদায়ন করা হয়েছে। থানার ওসিদের পদায়নও লটারিতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে একই সঙ্গে ৩৩ জন অতিরিক্ত ডিআইজিকে ডিআইজি হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। পদায়ন করা হয়েছে ১৬৬ জন ইউএনওকে। একইভাবে নিম্ন আদালতের ৮২৬ জন বিচারককে পদোন্নতি দিয়ে পদায়ন করা হয়েছে। এর মধ্যে ২৫০ জনকে জেলা জজ হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। এছাড়া এ মাসেই তিন ধাপে ৫২টি জেলায় জেলা প্রশাসক (ডিসি) পদে রদবদল করা হয়েছে।