Bangladesh
 25 May 19, 09:27 PM
 149             0

সংগঠনের প্রধান পৃষ্ঠপোষকের সাথে বিজেএসসি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

সংগঠনের প্রধান পৃষ্ঠপোষকের সাথে বিজেএসসি  নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

নিউজ ডেস্ক: বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল (বিজেএসসি) এর প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এর সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এর সাথে বিজেএসসি কেন্দ্রীয় নির্বাহী সংসদ (২০১৮-১৯) মেয়াদের নব নির্বাচিত সভাপতি সনজিৎ সরকার উজ্জ্বল ও সাধারণ সম্পাদক ইমরান আহমেদ সৌজন্য সাক্ষাত করেছেন। ২৫ মে (শনিবার) ঢাকা বিশ্ববিদ্যালয় এর সমাজবিজ্ঞান অনুষদ ভবনে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।

এ সময় বিজেএসসি নেতৃবৃন্দ সংগঠনের সার্বিক বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করেন এবং বিজেএসসি ১ম বার্ষিক সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্ত ও বার্ষিক প্রতিবেদন পেশ করেন। সাক্ষাতের সময় সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও উপদেষ্টা আরেফিন সিদ্দিককে বিজেএসসি ক্যালেন্ডার - ২০১৯ প্রদান করা হয়।

এ সময় ঢাকা, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, স্টামফোর্ড ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় এর কেন্দ্রীয় এবং শাখা সংসদের বিজেএসসি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')