News71.com
 Bangladesh
 24 May 19, 06:11 PM
 63           
 0
 24 May 19, 06:11 PM

সংসদ সচিবালয়ের জন্য ৩২৮ কোটি ২২ লাখ টাকার বরাদ্দ॥

সংসদ সচিবালয়ের জন্য ৩২৮ কোটি ২২ লাখ টাকার বরাদ্দ॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয় সংসদের জন্য ৩২৮ কোটি ২২ লক্ষ টাকার বাজেট অনুমোদন করেছে সংসদ কমিশন। গত বছরের তুলনায় সংসদের বাজেট বৃদ্ধি পেয়েছে ৯.৭১ শতাংশ। এবারের বাজেটে সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন ভাতা ও আপ্যায়ন খরচ বাড়ানোর পাশাপাশি সংসদ সচিবালয়ের উপ-সচিবদের গাড়ির জন্য প্রায় ৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর ফলে সংসদ সচিবালয়ের নিজস্ব জনবল কাঠামোর ২২ জন উপ-সচিব বা সমমর্যাদার কর্মকর্তাদের গাড়ি কেনার জন্য সুদমুক্ত বিশেষ ঋণ পাবেন। এছাড়া সংসদের জন্য নতুন ১০টি পাজেরো গাড়ি ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সেজন্য চলতি ২০১৮-১৯ অর্থ বছরের বাজেটের অব্যয়িত ১২ কোটি টাকা ও আগামী অর্থবছরের বাজেটে বরাদ্দকৃত ১০ কোটি টাকা দিয়ে কেনা হবে।

সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ সচিবালয় কমিশনের ৩০তম বৈঠকে ২০১৯- ২০২০ অর্থ বছরের জন্য উন্নয়ন ও অনুন্নয়ন খাতে সংসদ সচিবালয়ের বাজেটে এসব বরাদ্দ অনুমোদন দেওয়া হয়।বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদের বিরোধী দলীয় নেতার পক্ষে উপনেতা রওশন এরশাদ, অর্থমন্ত্রী আ হ ম মোস্থফা কামাল, আইন মন্ত্রী আনিসুল হক বৈঠকে অংশ গ্রহন করেন। চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগদেন। এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন