News71.com
 Bangladesh
 09 Mar 17, 07:27 PM
 188           
 0
 09 Mar 17, 07:27 PM

ময়মনসিংহে ৬ মামলার আসামি হাসানকে গুলি ও কুপিয়ে হত্যা।।

ময়মনসিংহে ৬ মামলার আসামি হাসানকে গুলি ও কুপিয়ে হত্যা।।

 

নিউজ ডেস্কঃ ময়মনসিংহের সদর উপজেলার রহমতপুর এলাকায় ৬ মামলার আসামিকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। নিহত ব্যাক্তির নাম হাসান (২৫)। আজ বৃহস্পতিবার দুপুরে রহমতপুরের ল্যাংড়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত হাসানের নামে কোতোয়ালী থানায় ২টি হত্যা মামলাসহ ৬টি মামলা রয়েছে। কোতোয়ালী মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, গত কয়েকদিন আগে সদর উপজেলার রহমতপুর এলাকার সন্ত্রাসী মামুন ও হাসানের মধ্যে দ্বন্দ্বের জেরে হাসান তার লোকজন নিয়ে মামুনকে মারধর করে। এরই জের ধরে আজ বৃহস্পতিবার দুপুরে ল্যাংড়া বাজার এলাকায় হাসানকে লক্ষ্য করে ২  রাউন্ড গুলি চালায় মামুন ও তার লোকজন। পরে হাসানের মৃত্যু নিশ্চিত করতে তাকে উপর্যপুরি কোপানো হয়।

তিনি বলেন, স্থানীয় এলাকাবাসী পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার হাসানকে মৃত ঘোষনা করেন। নিহত হাসানের নামে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় ২টি হত্যা মামলা সহ ৬টি মামলা রয়েছে। হাসান খাগডহর এলাকার জেলখানার পিছনে গলগন্ডা গ্রামের হযরত আলীর ছেলে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন