
নিউজ ডেস্কঃ গাইবান্ধা-১, সুনামগঞ্জ-২ শূন্য আসন ও কুমিল্লা সিটি নির্বাচনের মধ্যে দিয়ে বর্তমান নির্বাচন কমিশনের প্রতি আস্থার ক্ষেত্র তৈরি হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। আজ বৃহস্পতিবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, “আজকের বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর পক্ষ থেকে আমাদের সম্পূর্ণ সহযোগিতা করা হবে বলে জানানো হয়েছে। যারা এখানে এসেছেন তারা বলেছেন এই নির্বাচন কমিশনের উপরে যেন আস্থার একটা ক্ষেত্র তৈরি হয় তা এই নির্বাচন থেকে বেরিয়ে আসবে। ”তিনি জানান, দেশে একসঙ্গে জাতীয় নির্বাচনে ৩০০ আসনের নির্বাচনও সুষ্ঠু হওয়ার নজির রয়েছে। তাই মাত্র ২/৩ টি নির্বাচন নিয়ে আশঙ্কার কিছু নেই। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারে সে ব্যবস্থা থাকবে। নূরুল হুদা জানান, ভোটে আইনশৃঙ্খলা বাহিনীসহ যারা নির্বাচনী দায়িত্ব পালনে নিয়োজিত থাকবেন তারা কোনো অনিয়ম করবেন না। অনিয়ম করলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বৈঠকে নির্বাচনী এলাকায় জঙ্গি হামলা বা নাশকতার বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, এ বিষয়ে আমাদের কথা হয়েছে।
বিশেষ করে এ বিষয়ে আমরা সুন্দরগঞ্জ নিয়ে বেশি সতর্ক থাকব। আইন শৃঙ্খলাবাহিনী তৎপর থাকবে। সিইসি জানান, যদি কারো নামে আগে থেকে কোনো মামলা না থাকে, তাহলে নতুন করে কাউকে হয়রানি করা হবে না।
এ ছাড়াও সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে কে এম নূরুল হুদা জানান, কুমিল্লা সিটি করপোরেশন নিয়ে সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা না থাকলেও যে কোনো পরিস্থিতি সামাল দিতে তাদের প্রস্তুত রাখা হবে। এ বিষয়ে তিনি আরো বলেন, আপাতত কেন্দ্রে সেনাবাহিনী মোতায়েনের কোনো সিদ্ধান্ত নেই। তবে তারা সব সময় প্রস্তুত থাকবেন। পরিস্থিতির সৃষ্টি হলে তাদেরকে তাৎক্ষণিকভাবে নামানো হবে।
বৈঠকে চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, সশস্ত্র বাহিনীর বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের প্রতিনিধি, মহাপুলিশ পরিদর্শক, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়/জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বর্ডার গার্ড বাংলাদেশ, র্যা ব, কোস্ট গার্ড, আনসার ও ভিডিপি, ডিজিএফআই, এনএসআই ও পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিতি ছিলেন। তফসিল অনুযায়ী আগামী ২২ মার্চ গাইবান্ধা-১ আসনে এবং ৩০ মার্চ সুনামগঞ্জ-২ উপ নির্বাচন ও কুমিল্লা সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।