News71.com
 Bangladesh
 09 Mar 17, 06:58 PM
 179           
 0
 09 Mar 17, 06:58 PM

রাজধানীতে অজ্ঞাত কারণে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা......

রাজধানীতে অজ্ঞাত কারণে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা......

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুর-২ নং সেকশনের মনিপুরে সোনিয়া আক্তার (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছেন।বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুর আড়াইটার দিকে ঘটনাটি ঘটে। মৃত সোনিয়া ময়মনসিংহ সদর উপজেলার বোড়রচর গ্রামের চা বিক্রেতা আ. মজিদের মেয়ে। বর্তমানে তারা মিরপুর-২ নং সেকশনের মনিপুর এলাকার একটি বাসায় ভাড়া থাকে। মৃত সোনিয়া স্থানীয় একটি স্কুল থেকে এসএসসি পরীক্ষা দেয়।

পরিবার সূত্রে জানা যায়, দুপুরে বড় ভাই ওহিদুলের সঙ্গে ঝগড়া করে অভিমান করে গলায় ফাঁস দিয়ে সে (সোনিয়া) আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৪ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। তবে আত্মহত্যার কোন কারণ এখন পর্যন্ত জানা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন