News71.com
 Bangladesh
 09 Mar 17, 06:49 PM
 179           
 0
 09 Mar 17, 06:49 PM

মির্জাপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ২ নারী নিহত

মির্জাপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ২ নারী নিহত

নিউজ ডেস্ক : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মির্জাপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাকসুদা খাতুন (৩৫) ও শিরিন আক্তার (৪০) নামে দুই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৪ ব্যক্তি।বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে উপজেলার শুভল্যা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি রংপুরে বলে পুলিশ জানিয়েছে।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার সৈকত শাহীন জানান, বিকেলে ঢাকাগামী এপি এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা উত্তরবঙ্গগামী পেঁয়াজ ভর্তি একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাস যাত্রী মাকসুদা খাতুন ও মির্জাপুর কুমুদিনি হাসপাতালে নেওয়ার পর শিরিন আক্তারের মৃত্যু হয়। এ সময় আরো ৪ ব্যক্তি আহত হন। তাদের কুমুদিনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই বাস ও ট্রাক আটক করা হলেও দুই চালকই পালিয়ে যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন