News71.com
 Bangladesh
 09 Mar 17, 06:15 PM
 184           
 0
 09 Mar 17, 06:15 PM

নড়াইলে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

নড়াইলে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের রাধানগর এলাকায় পুকুরের পানিতে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলো-লোহাগড়ার রাধানগর এলাকার রজব আলী বিশ্বাসের ছেলে আরাফাত (৪) ও তার চাচাতো বোন মিরাজুল বিশ্বাসের মেয়ে ফাবিয়া (৫)।

পারিবারিক সূত্রে জানা যায়, সকাল ৯ টার দিকে বাড়ির পাশে খেলতে বের আরাফাত ও ফাবিয়া। অনেক সময় পার হয়ে গেলেও তারা বাড়ি ফিরে না আসায় খোঁজ করতে শুরু করে পরিবারের লোকজন। পরে প্রতিবেশী আমির ফকিরের পুকুরে ভাই-বোনের মরদেহ ভেসে উঠলে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ইতনা ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হাসান টগর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন