
নিউজ ডেস্ক : নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের রাধানগর এলাকায় পুকুরের পানিতে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলো-লোহাগড়ার রাধানগর এলাকার রজব আলী বিশ্বাসের ছেলে আরাফাত (৪) ও তার চাচাতো বোন মিরাজুল বিশ্বাসের মেয়ে ফাবিয়া (৫)।
পারিবারিক সূত্রে জানা যায়, সকাল ৯ টার দিকে বাড়ির পাশে খেলতে বের আরাফাত ও ফাবিয়া। অনেক সময় পার হয়ে গেলেও তারা বাড়ি ফিরে না আসায় খোঁজ করতে শুরু করে পরিবারের লোকজন। পরে প্রতিবেশী আমির ফকিরের পুকুরে ভাই-বোনের মরদেহ ভেসে উঠলে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ইতনা ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হাসান টগর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।