News71.com
 Bangladesh
 09 Mar 17, 06:14 PM
 185           
 0
 09 Mar 17, 06:14 PM

কিশোর নির্যাতনের ঘটনায় রাজশাহীর দুই ইউপি সদস্য আটক

কিশোর নির্যাতনের ঘটনায় রাজশাহীর দুই ইউপি সদস্য আটক

নিউজ ডেস্ক : রাজশাহীর দূর্গাপুরে গাছে বেঁধে দুই কিশোর নির্যাতনের ঘটনায় দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুর দেড়টার দিকে তাদের আটক করা হয়। আটকরা হলেন উপজেলার ঝালুকা ইউনিয়নের আন্দুয়া গ্রামের ইউপি সদস্য আব্দুল মোতালেব ও হাড়িয়াপাড়া গ্রামের আবদুল লতিফ মীর্জা।

রাজশাহীর দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আলম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। পরে বৃহস্পতিবার দুপুরে দুই ইউপি সদস্যকে আটক করা হয়।

বর্তমানে থানায় নিয়ে আটক দুই ইউপি সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে এ মামলায় গ্রেফতার দেখিয়ে বিকেলের মধ্যেই তাদের আদালতে পাঠানো হবে। এছাড়া বর্তমানে স্থানীয় চেয়ারম্যান মোজাহার আলী মন্ডলকেও আটকের চেষ্টা চলছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

এর আগে বুধবার (৮ মার্চ) দুপুরে ছাগল চুরির অভিযোগে গাছের সঙ্গে দুই কিশোরকে বেঁধে নির্যাতন করা হয়। এরা হচ্ছে- উপজেলার হাড়িয়াপাড়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে জার্জিস হোসেন ও পলাশবাড়ি গ্রামের সেকু আলীর ছেলে রতন হোসেন।

এ ঘটনায় নির্যাতনের শিকার কিশোর জার্জিস হোসেনের বাবা জিয়াউর রহমান বাদী হয়ে দূর্গাপুর থানায় মামলা করেন। মামলায় স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং ওই দুই ইউপি সদস্যকে আসামি করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন