
দিনাজপুর: দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার বটতলীতে ট্রাকের ধাক্কায় আব্দুল জলিল (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার (৮ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে ঘটনাটি ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০ টায় দিমেক হাসপাতালে জলিলের মৃত্যু হয়। নিহত জলিল বীরগঞ্জ উপজেলার ধনগাঁও গ্রামের মৃত ভোলার ছেলে। এসময় আহতাবস্থায় জলিলের স্ত্রী অনেছা বেগমকে (৩৮) দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দিনাজপুর বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেলযোগে বীরগঞ্জ শহরের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দিমেক হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় জলিলের মৃত্যু হয়।