
নিউজ ডেস্ক : পটুয়াখালীতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করাসহ জব্দ করা হয়েছে ৩৭ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ। গতকাল বুধবার (৮ মার্চ) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া ফেরদৌসের নেতৃত্বে সদর উপজেলার নিউমার্কেট এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে মেসার্স গৌতম স্টোরের প্রোপাইটর গৌতম দাসকে ২ হাজার টাকা, মেসার্স রবিন স্টোরের প্রোপাইটর রবিন দাসকে ৫ হাজার টাকা, মেসার্স সুশান্ত স্টোরের প্রোপাইটর সুশান্ত চন্দ্রকে ২০ হাজার টাকা, মেসার্স অনিল স্টোরের প্রোপাইটর অনিল দাসকে ৫ হাজার টাকা করে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আরেফিন বাদল ও এ এইচ এম রাসেদ।