News71.com
 Bangladesh
 09 Mar 17, 12:36 PM
 205           
 0
 09 Mar 17, 12:36 PM

রাজধানীর উত্তরায় স্কুলছাত্র আদনান খুনে আরও ৩ আটক....  

রাজধানীর উত্তরায় স্কুলছাত্র আদনান খুনে আরও ৩ আটক....     

 

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় স্কুলছাত্র আদনান কবীর হত্যায় জড়িত সন্দেহে আরও ৩ তরুণ গ্রেপ্তার হয়েছেন। গতকাল বুধবার রাতে উত্তরা ও টঙ্গী এলাকা থেকে ওই ৩  তরুণকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানার পুলিশ। গ্রেপ্তার হওয়া ৩ তরুণ হলেন মো. রাজিন (২০), শাকিল সরকার (১৯) ও মাকরুল ইসলাম (১৯)। উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) হেদায়েত হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া ৩  তরুণকে আজ বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।

গত ৬ জানুয়ারি সন্ধ্যায় উত্তরা ১৩ নম্বর সেক্টরে ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র আদনান কবীর খুন হয়। এ ঘটনায় আদনানের বাবা কবীর হোসেন বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা করেন।

আদনান হত্যায় জড়িত সন্দেহে ইতিমধ্যে বেশ কয়েকজন কিশোর-তরুণ গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে কয়েকজন ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছেন। উত্তরায় গড়ে ওঠা কিশোর-তরুণদের গ্যাংয়ের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে আদনান খুন হয় বলে ধারণা পুলিশের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন