
নিউজ ডেস্ক : ঘুষ দাবি করার অভিযোগ প্রমাণিত হওয়ায় মো. আবু ইউসুফ শাহ নামে দুর্নীতি দমন কমিশনর (দুদক) এর এক তাকে ডাটা এন্ট্রি অপারেটরকে স্থায়ীভাবে বরখাস্ত করেছে কমিশন। অভিযোগের নিষ্পত্তি হওয়ায় বুধবার (৮ মার্চ) কমিশন তাকে স্থায়ীভাবে বরখাস্ত করেছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগ।
দুদক সূত্রে জানা যায়, ডাটা এন্ট্রি অপারেটর মো. আবু ইউসুফ শাহ গাইবান্ধায় কর্মরত ছিলেন ২০০৯ সালে। সে সময় গাইবান্ধা সিদ্দিকীয়া দ্বিমুখী সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরীফ মো. আবু ইউসুফের বিরুদ্ধে একটি অভিযোগ ছিলো। তৎকালীন গাইবান্ধা জেলা কার্যালয়ে সে অভিযোগ (দরখাস্ত নম্বর ১৮৮/০৭) নিষ্পত্তি করে দেওয়ার বিনিময়ে তিনি দেড় লাখ টাকা ঘুষ দাবি করেন।
পরবর্তীতে দেন দরবার শেষে একলাখ টাকা রফায় সমাধান করে দেবেন বলে ভুক্তভোগীকে আশ্বাস দেন। কিন্তু অভিযোগকারী সে কথোপকথন রেকর্ড করে উল্টো কমিশনে অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের ভিত্তিতে আবু ইউসূফ শাহর বিরুদ্ধে ২০০৯ সালে বিভাগীয় মামলা দায়ের করে কমিশন। যার মামলা নম্বর ০২। মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য কমিশন একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেন।
সে মামলায় এই দুদক কর্মকর্তা অপরাধী প্রমাণিত হওয়ায় ১৯৮৫ সালের (৫ নম্বর) চাকরির বিধি অনুযায়ী তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে কমিশন।