News71.com
 Bangladesh
 08 Mar 17, 07:58 PM
 224           
 0
 08 Mar 17, 07:58 PM

বগুড়ার আদমদীঘিতে ছুরিকাঘাতে ১ যুবক নিহত,আটক ৪।।   

বগুড়ার আদমদীঘিতে ছুরিকাঘাতে ১ যুবক নিহত,আটক ৪।।      

 

নিউজ ডেস্কঃ বগুড়ার আদমদীঘির সান্তাহারে পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে মেহেদী হাসান (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। মেহেদী সান্তাহার নতুন সাহাপাড়ার গোলাম মোস্তফার ছেলে। পুলিশ রাতভর অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন যাবত আদমদীঘির সান্তাহার নতুন সাহাপাড়া এলাকায় পূর্বশত্রুতার জের ধরে ২ দল যুবকের মধ্যে বিরোধ ও চাপা ক্ষোভের সৃষ্টি হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ৬ টার দিকে সান্তাহার বাঁশহাটির  হোমল্যান্ড ফাঁকা জায়গায় মেহেদীসহ অপর যুবকদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে প্রতিপক্ষরা মেহেদীর পেটসহ শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি ছুরিকাঘাত করে। মেহেদীকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টায় তিনি মারা যান। সংশ্লিষ্ট থানার ওসি শওকত কবির এ ঘটনার নিশ্চিত করে জানান, এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন