News71.com
 Bangladesh
 08 Mar 17, 06:56 PM
 196           
 0
 08 Mar 17, 06:56 PM

অগ্নিসন্ত্রাস ও পেট্রোল বোমা হামলার দায় খালেদার : হাছান মাহমুদ

অগ্নিসন্ত্রাস ও পেট্রোল বোমা হামলার দায় খালেদার : হাছান মাহমুদ

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বিগত ২০১৩-১৫ সালে যত পেট্রোল বোমা, অগ্নিসন্ত্রাসের ঘটনা ঘটেছে, তা খালেদা জিয়ার নির্দেশে হয়েছে। অগ্নিসন্ত্রাস ও পেট্রোল বোমা হামলার দায় খালেদা জিয়ার।

বুধবার (৮ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বাংলাদেশ স্বাধীনতা পরিষদ’ আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। এসময় তিনি বলেন, খালেদার নেতৃত্বে পেট্রোল বোমা মেরে শত শত মানুষকে হত্যা করা হয়েছে। অনেক মানুষকে আগুনে ঝলসানো হয়েছে, হাজার কোটি টাকার সম্পত্তি ধ্বংস করা হয়েছে, বায়তুল মোকাররম মসজিদে তার নেতৃত্বে আগুন দেওয়া হয়েছে। খালেদা জিয়া দেশের মানুষের জন্য এক নম্বর হুমকি।

তিনি আরো বলেন, আজ বিশ্ব নারী দিবসে সরকারের কাছে আমার দাবি, মানুষ হত্যার দায়ে খালেদা জিয়াসহ জড়িত সবাইকে দ্রুত বিচারের আওতায় আনা হোক। এ সময় চিত্ত রঞ্জন দাস, এম এ করিম, জিন্নাত আলী খান প্রমুখ বক্তব্য রাখেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন