নিউজ ডেস্কঃ পাকিস্তানের সঙ্গে ইন্দাস পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তের পর, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান গঙ্গার পানি বণ্টন চুক্তি পর্যালোচনা ও পরিবর্তনের বিভিন্ন বিকল্প নিয়ে ভাবছে ভারত। গঙ্গার পানি বণ্টন চুক্তি, যা ১৯৯৬ সালে স্বাক্ষরিত হয়েছিল এবং ২০২৬ সালে মেয়াদ শেষ হবে, সেটি ৩০ বছর পূর্ণ করবে। চুক্তি নবায়নের জন্য দুই দেশের সম্মতি প্রয়োজন হলেও, নয়াদিল্লি এখন একটি নতুন চুক্তির দিকে নজর দিচ্ছে যা বর্তমান বাস্তবতা ও চাহিদাকে প্রতিফলিত করবে। এই চুক্তিটি প্রথমবারের মতো শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্বে ১৯৯৬ সালে স্বাক্ষরিত হয় এবং জানুয়ারি ১ থেকে মে ৩১ পর্যন্ত শুষ্ক মৌসুমে পশ্চিমবঙ্গের ফারাক্কা বাঁধে গঙ্গার পানির প্রবাহ কীভাবে ভাগ হবে তা নির্ধারণ করে।
১৯৯৬ সালের চুক্তিটি ফারাক্কা পানি বণ্টন নিয়ে বিরোধ নিরসনের জন্য গৃহীত হয়। এই বিরোধের সূচনা ঘটে ১৯৭৫ সালে ফারাক্কা ব্যারাজ চালু হওয়ার পর, যার মাধ্যমে গঙ্গার পানি হুগলি নদীতে প্রবাহিত করা হয় যাতে কলকাতা বন্দরের নাব্যতা বজায় থাকে। এই চুক্তির মাধ্যমে ভারতের মতো উজান দেশের সঙ্গে বাংলাদেশের মতো ভাটির দেশের মধ্যে ফারাক্কার গঙ্গার পানি ভাগাভাগির নিয়ম নির্ধারণ করা হয়। ফারাক্কা ব্যারাজটি ভগীরথী নদীর ওপর নির্মিত, যা বাংলাদেশের সীমান্ত থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে।