নিউজ ডেস্কঃ ভোজ্যতেলের দাম বৃদ্ধি নিয়ে সরকার ও ব্যবসায়ীদের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছে। বাণিজ্য উপদেষ্টা বলেছেন, সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি। সরকারের অনুমোদন ছাড়া দাম বাড়ানোর এখতিয়ার ব্যবসায়ীদের নেই। ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারীদের দাম বাড়ানোর ঘোষণার বৈধতা নেই। সরকার এ বিষয়ে ব্যবস্থা নেবে। তবে ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারীরা যুক্তি দিচ্ছেন, অত্যাবশ্যকীয় পণ্য বিপণন ও পরিবেশক নিয়োগ আদেশ-২০১১ অনুযায়ী, ভোজ্যতেলের দাম বাড়ানোর ১৫ দিন আগে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হয়। তারা এই নিয়ম অনুযায়ী দাম বাড়ানোর ঘোষণা দিয়েছেন।
গত সোমবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ভোজ্যতেলের দাম লিটারে ৬ থেকে ১৩ টাকা বাড়ানোর ঘোষণা দেয়। অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে জানায়, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছে। মঙ্গলবার থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৯৫ টাকা, প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৭৭ টাকা এবং সয়াবিনের পাঁচ লিটারের বোতল ৯৪৫ টাকা দরে বিক্রি হবে। এ ছাড়া প্রতি লিটার খোলা পাম অয়েল বিক্রি হবে ১৬৩ টাকা দরে।